বৃষ্টিভেজা ইচ্ছেগুলো
বৃষ্টিভেজা ইচ্ছেগুলো
ঝগড়াগুলো ক্লান্ত বড্ডো
ঘুম হয়ে যেতে চায় শূন্য দুচোখে
বদলের হাত ধরে বদলে দেখেছি
বদলায়না কিছু
শুধু বদলাতে চাওয়ার নষ্ট সময়
একরাশ মনখারাপের ব্যর্থ আবদার হয়ে থাকে
ভাবি মিটিয়েনি সবকিছু
সেই তো একদিন সব অভিমান মাটি হয়ে যাবে