ভালো থাকিস
ভালো থাকিস


তোরা ভালো থাকিস;
আমি যদি না-ই বা আসি ফিরে।
তবু তোরা ভালো থাকিস-
একলা রাতে শীতল ঘরে যদি ঢুকি।
তবু তোরা ভালো থাকিস,
আমি যদি ব্যর্থ থাকি রণে।
আমায় যদি জনসমুদ্র ভাসিয়ে নিয়ে যায়,
হারিয়ে যাই পাছে;
সবার মাঝারে!
যদি না-ই বা আসি ফিরে-
তবু তোরা ভালো থাকিস
ওই হাসি-মুখটা নিয়ে।
যদি কান্না আসে বুকে!
জীর্ণ হৃদয় ক্রন্দিত হয়ে
বর্ষণ করে আঁখিপাতে!
তবু আমার শূন্য মনের গহন পানে
তোরা দুজন ভালো থাকিস।
আমি যদি নীরব হয়ে যাই!
যদি ঝড় না তুলি বুকে!
কখনও যদি চোখে না পড়ে মোরে-
আমি কেবল একলা রাতের আঁধারে
পথটা হেঁটে চলে যাবো বহুদূরে।
আমি আবার গুছিয়ে তুলব আমায়
শরশয্যায় রাখতে এই দেহ; কিন্তু-
তবুও তোরা ভালো থাকিস,
মনে করিস আমায়
আকাশ-পানে চেয়ে।।