বারুদের দাগ
বারুদের দাগ


তুমি যুদ্ধ দেখোনি
দেখোনি ধ্বংস হয়ে যাওয়া সভ্যতাকে
কেমন দেখতে হয়
যে ঝলমলে আকাশ তোমার
মনে কবিতার জন্ম দেয়
বোমারু বিমানের অস্তিত্ব সেই আকাশের
বিষাক্ত রূপ দেখোনি তুমি
তাই তুমি যুদ্ধোন্মাদ
বারুদের গন্ধ যে স্পর্শ করেনি তোমায়
এই মুহুর্তে যে শিশু পিতার কোলে চিরনিদ্রিত
যে মানুষ সভ্যতার ধ্বংসস্তুপের পবিত্র ছাই মেখে
অস্তিত্বের খোঁজ করছে
তাদের চোখে চোখ রাখো
পারবে তো তোমার শবসাধনার মন্ত্র আওরাতে?