শুধু তোকে চাই
শুধু তোকে চাই


অগোছালো যদি কাঁটা ঘোরে ,
একলা লাগে এই দ্বিপ্রহরে ,
ফাঁকা পথে এই রোজকারে
বন্ধু তোকে চাই ।
মেঘলা আমার আকাশ জুড়ে
তোর মুখেরই হাসির সুরে
যদি রূপালি পালক খুঁজে
হঠাৎ তোকে পাই ;
শুধু তোকে চাই ...
বন্ধু ... শুধু তোকে চাই ...
হারানো গল্পেরা ফিরে আসে
তোর হাত ধরে আমারই আশেপাশে ,
রংতুলির এক প্রান্তরে ,
কোনো পুরোনো মন্তরে
পাই তোকে যদি হাত বাড়াই ;
শুধু তোকে চাই ...
বন্ধু ... শুধু তোকে চাই ।
আমার গালের ভাবনা মুছে
রাখিস একটা সূর্য বেছে ,
অনুসারী হয়ে তোর পিছে
বন্ধু তোকে চাই ।
খোলামেলা যত মনের কথা ,
টুকরো খেয়াল , টুকরো ব্যথা ,
সবেরই মাঝে শুধু আমি
তোকে বাঁধতে চাই ।
শুধু তোকে চাই ...
বন্ধু ... শুধু তোকে চাই ।