মনখারাপ
মনখারাপ
আমার শহরে আমিই অচেনা
অচেনা নিজের কাছে
বিবর্ণ রূপ ভাষাহীন মুখ
সবাই এভাবে বাঁচে?
বলেছিল কবি আসবে বদল
ফুটবে চোখের হাসি
দিন কেটে যায় ধূসর হাওয়ায়
শূন্যের পাশাপাশি।
কিসের এত শূন্যতা বুকে ?
কার হাহাকার প্রাণে ?
প্রাচুর্য অসম্পূর্ণ আজ
মনখারাপের গানে।