STORYMIRROR

বিকাশ দাস

Drama

4  

বিকাশ দাস

Drama

মা

মা

1 min
734

এখন 

আমার মা থাকেনা 

আমার কবিতায় বাস করেনা 

অসীম সংসারী সকাল সন্ধ্যা মায়ের স্তবগাথা

উপোসী শরীর ঠোঁটে হাসি ফুলের মালা গাঁথা 

পুজোর ঘরে   চরাচর শান্তিময় আনন্দ বিহ্বল 

বিছিয়ে মাথায় সূর্যাভ লালপেড়ে শাড়ির ঢল । 


আশীষভরা গন্ধ উজার হৃদয় জোড়া ঘরবাড়ি 

এখন 

আমার কবিতার শব্দের খাদের কুলে 

থাকে আমার বৌ সঙ্গে ছেলেপুলে 

স্বাধীন চলা ফেরা সকাল সন্ধ্যা দুপুর রাত্রি 

খুচরো খুনসুটির সঙ্গী আমি বাজনা বিহীন চুপযাত্রী । 

 

যতদিন শিয়রে মা ছিলেন  

আমার ঘর ছিল দুয়ার ছিল ছিল দর্পের উচ্ছলতা 

সমস্ত আকাশ মাটির স্পর্শ জলের স্পর্শের উজ্জ্বলতা 

দু’হাতে মায়ের চরণ ছুঁয়ে মাথা উঁচু রাখার সার্থকতা ।  


Rate this content
Log in

Similar bengali poem from Drama