Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Sayandipa সায়নদীপা

Drama

3  

Sayandipa সায়নদীপা

Drama

মন্দবাসার গান

মন্দবাসার গান

1 min
469


মিটিং মিছিল শহর জুড়ে

ট্রাফিকে আটক নাভিশ্বাস,

দৈন্যতাকে খিল্লি করে

নগ্ন প্রেমের আসন লাভ।

ভার্চুয়ালের চোয়াল চেবানো

গোপন প্রেমের সর্বনাশ।

ফেসবুকের দেওয়াল জুড়ে 

চকোলেট প্রেম সস্তার,

হাইকের সময়রেখায় 

ভালোবাসা আজ পোস্টার।

দিন বদলের মিথ্যে গানে

সঙ্গী বদল পালা,

চ্যালেঞ্জ নিয়ে প্রেম হবে গো

ফ্যাশন বড়ই বালা।


অন্ধকারে ধুঁকছে শরীর

শিরায় শিরায় টান;

অবুঝ যে মন ক্লান্তির ভারে

ফ্যাশন ভুলে যান।

হাঁপানির রোগ কামড়ে ধরে

গলায় আটকে প্রাণ;

অন্ধ কানাই তখন খুঁজতে থাকে

শুধু একটা মন্দবাসার গান।


Rate this content
Log in