Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!
Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!

Sulata Das

Abstract Inspirational

3  

Sulata Das

Abstract Inspirational

উঁকি

উঁকি

1 min
210


      জানিনা কেন আজ হঠাৎ তুমি 

 আমার স্মৃতির মণিকোঠায় মারলে উঁকি! 

      কত কথা পড়ল মনে।

জানিনা কি ছিল সেই উঁকিতে!!-  

      ধীর পায়ে এগিয়ে গেলাম তোমার দিকে। 

 চলতে চলতে পৌঁছেও গেলাম।

     চমক ভাঙল ফাটকে প্রহরীর কথায়।  

বললে আমার নাকি প্রবেশাধিকার নেই।

      পরিচয় পত্র হবে দেখাতে। 

        অবাক হলাম।

বারো বছর-বারো বছর কাটিয়েছি তোমার কোলে-

        শৈশব থেকে কৈশোর।

সেই আমার প্রবেশাধিকার নেই!!

     হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলাম- 

সেখান থেকেই দেখলাম তোমায়। 

     অনেক বদলে গেছ তুমি-হয়েছে অনেক পরিবর্তন -  

কিছু গেছে নষ্ট হয়ে কিছু বা নতুন সংযোজন।

    সেই কদম তলা-ছাতিম গাছ-

    যার নীচে কখনো করেছি ক্লাশ।

তোমরা আছো-ঝুঁকে পরেছো বয়সের ভারে,

     আমার কথা কি তোমাদের মনে পড়ে?

কচিকাঁচা বাচ্চারা হুটোপুটি করে খেলছে,

     শিক্ষক-শিক্ষিকারা এক কক্ষ থেকে  

 অন্য কক্ষে ক্লাশ নিতে যাচ্ছেন।

    কিন্তু এঁদের কাউকে তো পারছি না চিনতে,

সময়ের প্রবাহে সব গিয়েছে বদলে।

     সেই বকুলতলায় প্রেমিক যুগল-আজও আছে বসে,

শুধু হৃদয়গুলি বদলে গেছে। 

    তুমি তো শুধু স্কুল নও- 

ব্রিটিশ ভারতের হসপিটাল তুমি।

   এখনো কান পাতলে তাদের পদধ্বনি শুনি।

হই রোমান্চিত ।এক অজানা শিহরণ যায় বয়ে।

     জ্যোতিকণা সেনগুপ্ত-হ্যাঁ এই নাম 

     ছিল বড় দিদিমনির।

কঠোর শাসন-নিয়মানুবর্তিতা,

    কিন্তু অন্তরে সুপ্ত কোমল মমতা।

শিক্ষার সাথে সাথে কত কিছু পেয়েছি এখানে!-

    শুধু সফল নয়-আদর্শ মানুষ হতে শিখিয়েছো। 

তোমার কোলে অধ্যয়নের সাথে

    কত গল্প,হাসি,খেলা কত কি করেছি!

শিশু থেকে কিশোরে পরিণত হয়েছি,

   সব সহপাঠী বন্ধুদের পড়ল মনে ,

কালের অন্তরালে যারা গিয়েছে চলে, 

   কত স্মৃতি বিজরিত সে সব দিন-

স্মৃতির মণিকোঠায় আজও অমলিন

   একে একে সবাই গিয়েছি চলে-

স্বীয় স্বীয় জীবনে নিজের কর্মস্থলে।

    ফিরে হয়নি দেখা,হয়নি ফিরে আসা,

কিন্তু আজও এতটুকু কমেনি তোমার প্রতি ভালোবাসা।

     যুগ যুগ ধরে তুমি এমনই থেকো,

প্রতিনিয়ত সবার ভবিষ্যৎ গড়তে থেকো।


Rate this content
Log in

More bengali poem from Sulata Das

Similar bengali poem from Abstract