উদ্দেশ্যহীনতার ক্রন্দন
উদ্দেশ্যহীনতার ক্রন্দন


(Wilfred Owen এর Futility অনুসরণে কবিতাটি ভেবেছি...)
তারে করহ স্হাপন
সূর্য-কিরণ সম্পাতে,
কোমল স্পর্শে মেলতো দু'চোখ
সেই ছেলেটি কোন্ সুখে ?
বাতাসে ছিলো ফিস্ফিসানি
সেই ছেলেটির ঘরে;
মাঠের ডাকে চঞ্চলতা,
বীজ বোনবার তরে৷
বিদেশ হলেও এখন তো তার—
জেগে ওঠার কথা ?
রোজের মত আজ জাগেনি,
... শীতল নীরবতা৷
সূর্য! সে তো মহাপ্রাচীন,
দয়ালু ,তা-ও জানি৷
ছেলেটিকে সে জাগিয়ে তুলুক্ —
মোরা তো তাকেই মানি!
সেই তো পারে ঘটাতে
সব বীজের অঙ্কুরোদ্গম—
সেই ছেলেকে জাগাতে আজ,
কেনই বা সে অক্ষম ?
****
এক শীতল গ্রহে, সেই
কোন্ স্মরণাতীত কালে—
তুমিই তো, হে প্রাণ-দেবতা !
আলোড়ন জাগালে৷
এত যত্নে রক্ষা করা
উষ্ণ প্রাণ আর দেহ,
পেশী ও স্নায়ু সতেজ—
তবু প্রাণ ফিরি দিবে কেহ ?
পরিশ্রমের কিবা মানে হলো,
বলো গো প্রাণের স্রষ্টা ?
চির-নিদ্রাতে চলে গেলো সে যে—
ব্যর্থ সকলি চেষ্টা৷৷