তুমি যদি ইচ্ছে করো. . . .
তুমি যদি ইচ্ছে করো. . . .
তুমি যদি ইচ্ছে করো - একটি ফোঁটা জল,
মরুভূমি ছাপিয়ে গিয়ে ভরায় সাগর তল|
তুমি যদি ইচ্ছে করো - ভাঙা মোমে আলো,
গলে গলে সরায় কেঁপে এক পৃথিবী কালো|
তুমি যদি ইচ্ছে করো - অ আ ক খ'র ক্লাস,
হয়ে যায় কাব্য কথা, হয় রে উপন্যাস |
তুমি যদি ইচ্ছে করো - একটু খানি আশ,
হতে পারে, বদলে দেবে কালকের ইতিহাস|
তুমি যদি ইচ্ছে করো - ভোলো লেন দেন,
সব প্রেমে পাবে 'নাটোরের বনলতা সেন'|
তুমি যদি ইচ্ছে করো - জাগুক তোমার প্রাণ,
'নীরার বুকেই' খুঁজে পাবে 'বেঁচে থাকার গান'|
তুমি যদি ইচ্ছে করো - তোমার চোখের জল,
'আগুন পাখি' মিলবে ডানা, জ্বলবে ধরা তল|
তুমি যদি ইচ্ছে করো - অস্ফূট হাহাকার,
নিমেষে বদলে হবে বিপ্লবী চীৎকার|
তুমি যদি ইচ্ছে করো - মৃত মায়ের পাশে,
এক চিলতে জীবন কেমন খিলখিলিয়ে হাসে|
তুমি যদি ইচ্ছে করো - ভোলো অভিমান,
জেনো তুমি মানুষ. . আর . . তুমিই ভগবান|

