তুমি তুমি তুমি
তুমি তুমি তুমি
শ্যামল চক্রবর্ত্তী (সবুজ)
কেন বলো? কেন বলো? এমন করে পাগল করো !
তোমার চোখের তারা চাউনি হৃদয় বিদীর্ণ করে জানো ?
বুকের ভীতর আমায় চাওয়া , বলতে পারা সহজ কথা ।
জানি তোমার অনেক চাওয়া , মৌন ভাবে আমায় দেখা ।
দিলাম আমি তোমায় কথা , আসবো ওই শতকের ।
তোমায় দেবো গোলাপ ভরে , তোমার চাওয়ার হৃদয় জুড়ে ।
ফুটবে কলি গোলাপ হয়ে , উড়বো আমি অলি হয়ে।
তখন তুমি আমায় নিয়ে উঠানেতে করবে খেলা।
তোমায় দেবো সুবাস ,শিউলি ফুলের ঝরনা সহ ।
মনমোহিনী রূপেই তোমায় ভুলিয়ে দেবো ফুলের সাজে ।
দেখবে তোমায় জগৎ জুড়ে , রূপ লাবণ্য সোনালী আভায়।
কনক ভেবে তোমায় সবাই , পাবার ইচ্ছে জাগবে সবাই ।
তখন তোমায় রাখবো আমি, হৃদয় মাঝে গুহার নিচে ।
সমাপ্ত

