STORYMIRROR

বিকাশ দাস

Romance

3  

বিকাশ দাস

Romance

ঠাহর

ঠাহর

1 min
371

যখন তোমার কাঁধে মাথা রেখে আরাম খুঁজি

পৃথিবীর শান্তি আলোভাসান নদীর তৃষ্ণা বুঝি ।


আমি ভালোবেসে

গোটা জীবন বধির হয়েছি ।

আমি ভালোবেসে

গোটা জীবন অধির হয়েছি ।


আমার দুঃখ আমার সুখ বারোমাস তোমায় সঁপেছি

তোমার ঘরের দরজা খুলে সমস্ত সংসার পেয়েছি

কাঙাল শরীর ভেঙে তোমার ঠোঁটের বাঁশি হয়েছি ।

তোমার অন্তর্বাসে লুকিয়ে জীবনের ঠাহর পেয়েছি ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance