তোমার, সবই তোমার
তোমার, সবই তোমার


অগ্নিশিখাও তোমার, অন্ধকারও তোমার,
পুড়তে পুড়তে একাকার হয়ে যাওয়া ভস্মও তোমার।
আবেগের তাড়নাও তোমার, মনখারাপও তোমার,
ভাঙতে ভাঙতে চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া ধূলিকণাও তোমার।
প্রত্যাখ্যানও তোমার, প্রেমের বশীকরণও তোমার,
কাঁদতে কাঁদতে কূলকিনারা হারিয়ে যাওয়া বন্যাও তোমার।
অভিঘাতী আঘাতও তোমার, প্রত্যাঘাতও তোমার,
টানতে টানতে অভিকর্ষজ বিমুখতায় হারিয়ে যাওয়া অভিব্যক্তিও তোমার।
সবই তো তোমার, শুধুই তুমিময় একান্ত তোমার,
এই তুমি-তুমির কুশীলবের ভিড়ে অভিযুক্ত আমিও অপেক্ষায় আছি তোমার, শুধু তোমার।