STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Inspirational Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Inspirational Others

তোমার পথের পথিক

তোমার পথের পথিক

1 min
247


যখন চোখের সামনে দেখি অন‍্যায় হতে,

ভীতর থেকে মন বলে ওঠে প্রতিবাদ

কর খর্গ হাতে,

"অন্যায় যে করে অন্যায় যে সহে;

তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে।”

এই মনের কন্ঠই তো তুমি।

যখন রক্ত হয়ে ওঠে গরম ঝাপিয়ে

পড়ি বিপদ দিক বিদিক না ভেবে,

মন গেয়ে ওঠে.........

"সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান

সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ", 

এই কঠিন এবং প্রবল

মনের শক্তিই যে তুমি।

আবার যখন বার বার ব‍্যার্থতা এবং

হতাশার স্বীকার হয়ে মনের জোর

ভেঙ্গে গিয়ে দুমরে মুচরে পড়ি,

তখন ভিতর থেকে আবার দীপ্ত কন্ঠ

ভেসে আসে...........

"আমরা করবো জয়!

আমরা করবো জয়!

আমরা করবো জয়!একদিন…"

সেই দীপ্ত কন্ঠই যে তোমার ।

তুমি বিপ্লবী বীর,

চির উন্নত তোমার শির,

তুমি হলে সূর্যের তেজ দীপ্ত আলো,

যে আলো দূর করতে পারে সমস্ত

অন‍্যায়ের কালো,

তোমার ব‍্যক্তিত্ব আমাদের অন্তর

আত্মাকে করে তোলে আজও জাগ্রত,

তোমার জীবন ও মতাদর্শ কে এগিয়ে

নিয়ে যাওয়াই আমাদের ব্রত।

তোমার পথের পথিক আমরা সবাই,

তুমি মিশে আছো আমাদের সমস্ত

শিরায় উপশিরায়।।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract