তোমার চোখের চাহনী
তোমার চোখের চাহনী


একদিন হঠাৎ করেই দেখা হয়ে গেলো চোখে চোখ পড়া। নীরব চাহনি, হৃদয়ে বাজে, অচেনা কেমন এক সুর সাজে। মেয়েটি চুপচাপ, সরল হাসি, ছেলেটি দেখে যেন হারায় ভাষা। ভবঘুরে হাওয়ায় প্রেমের ইশারা, দু'জনের মাঝে গড়ে ওঠে সোনালী সেতারা। একসাথে হাঁটা ধীরে ধীরে শুরু, শব্দহীন কথায় জমে ওঠে গুরু। কফির কাপে, বইয়ের পাতায়, স্বপ্নেরা গাঁথা এক অলিখিত চিঠায়। ভর দুপুরে ছেলেটি চায়, মেয়েটির পাশে সারা জীবন কাটায়। মেয়েটি হেসে বলে ধীরে, "তোমায় ভালোবাসি, এ মন দিয়েছি পুরোপুরি তীরে।" চাঁদের আলোয় জোনাকির নাচ, তাদের প্রেমে লাগে ছোঁয়া এক আভিজাত্য। ভালোবাসা হয় সুরের মতো, হৃদয় জুড়ে বাজে এক অপার প্রণয়রথ।।