তোমাকে দিলাম
তোমাকে দিলাম
প্রথমেই বলি,কথাগুলো বানানো নয়
ভাষাগুলো এলো নিজের মন থেকে ।
বলি তাহলে,যেগুলো তোমাকে নিয়ে ভেবেছি;
এ বৃষ্টি আমি তোমাকে দিলাম।
কথাটা বোধহয় শুনেছ না, কোনো ছবির ক্যাপশনে?
তাহলে অন্যকিছু বলি।
এ সৃষ্টি আমি তোমাকে দিলাম,আমার ভাবনা,আমার কবিতা,আমার প্রবন্ধ ,
আমার যতো সব আনকোরা লাইন ,
আমি তোমাকেই দিলাম।
আমার দৃষ্টিটা ও আমি তোমাকেই দিলাম,যে দৃষ্টিতে তুমি কোনো সাধারন মেয়ে নও ,
স্বর্গের এক অপরূপ নারী।
সামান্য কালো কাজল আর কালো চুলের বাহার তোমাকে অনন্যা করে তোলে।
প্রশংসায় হয়তো অল্প কিছুই বললাম,