আজ এক গোপন গল্প হোক
আজ এক গোপন গল্প হোক


তোমার প্রথম যাকে দেখে, চোখ থমকে গেছিলো।
এক রাশ ভালো লাগার ঝর উঠেছিল। এক ছোট্ট অনুভূতি জেগেছিল তোমার মনে।
আজ সেই গল্প হোক। গল্প হোক, সেই মেয়েটার যে মনে মনে যে;
ভালোবেসে ফেলেছে তার পড়ার স্যারকে। হয়তো এই একতরফা ভালোলাগা গুলোও ভীষণরকম মনে ধরে।
এক গল্প হোক সেই রাতপরী দের নিয়ে।
ভালোবাসা নয়, তাদের কেনাবেচা হয়। দরাদরি ও হয়। থাক সেসব কথা। আজ এক গোপন গল্প হোক।