তোমাকে চাই
তোমাকে চাই


বলতে পারি ভালোই আছি,
সবই দয়া তোমার।
সাইকেল,ব্যাগ হাওয়াই চটি,
যখন যা দরকার।
বিনামূল্যেই দিচ্ছে তো সব,
কাজ করবো কেন ?
বছরের শেষে মনে করে
ভোট টা তোমায় দেই যেন।
এইটুকু ব্যাস,মনে রাখবে,
বেশি কিছু ,ভাববেনা ।
34 বছরে জানোইতো,
ওরা কত করেছে দেনা।
কাজের খোঁজ করছো তুমি ?
অন্য রাজ্যে যাও।
দিনের শেষে সিভিক পুলিশ
চপ দিয়ে মুড়ি খাও।
বেকার থেকো,ভাতা পাবে
তোমাদের খালি চাকরি চাই..!
আমাদেরটাও ভেবে দেখো
টাকা ছাড়া ভাই চাকরি নাই..!
এরাজ্যে মদ,খেতে পাওয়া যায
এর চেয়ে বেশি,আর কি চাই।
সেইকারনেই আমরা হয়তো,
বাড়ে বাড়ে বলি তোমাকে চাই।়