STORYMIRROR

Anirban Das

Romance

2  

Anirban Das

Romance

তবুও মনে রেখো

তবুও মনে রেখো

1 min
531


এক মগ্ন প্রেরণা! একা দাঁড়িয়ে 

ওই যে দূর আকাশ, সামনে নৌকার অর্ধেক উবু বারান্দা... 

চাঁদের আলো ডুব দিয়েছে, উঠেওছে, আবার আমার পাশে সিঁড়িতে বসে আছে! 


একা মোটেও নই আমি

ঝলসে যাওয়া সুন্দর আছে পাশে শুয়ে 

খুব প্রিয় মানুষের একপাহাড় ডাস্টবিন-শব্দ আছে মরে 

খুব প্রিয় পৃথিবী ঘুমিয়ে পড়েছে আমারই পিছনে! 


একগাদা কাজ নিয়ে ঘুম ছেড়েছিলাম 

রাস্তা তৈরী ছিলো, অনেক লোকজন যাতায়াত করেছে

 পাশ ফিরিয়ে দিতে পারিনি, 

আমাকে কেউ কখনও দ্যাখেনি... 


শুনেছি জায়গা করে নিতে হয় 

কীভাবে তা কেউ বলেনি তো!

জল যেভাবে অপরিচিত ভাবে নৌকাকে, নাকি -

আমিই আজকের প্রথম যাত্রী? 


তবুও তো প্রথম স্থান পেলাম 

আসবে এবার এক এক করে নাটকের দল 

আরও বড়ো বড়ো শিল্পী, আমলা ও মুষ্টিমেয় ভালোবাসাবাসি 

সম্পর্ক এবার মালা পরাবে, প্রথম হয়েছি কিনা!


তবু তো চাঁদের আলো আছে! 


আজ ততোটাই পুড়বো, ঠিক যতটা গন্ধে তোমার আমাকে ভুলতে লাগবে... 


গড়িয়ে যাওয়া সিঁড়ির জলে পা ভিজিয়ে তুমি থেকো!


Rate this content
Log in

Similar bengali poem from Romance