সূর্যাস্তের ধূপগিরি
সূর্যাস্তের ধূপগিরি
চলতে চলতে অনেক টা পথ উঠে এসেছি
খাড়া পাহাড়ি পথ বেয়ে।
এখনও অনেকটা উঠতে হবে,
পাথুরে কঠিন রাস্তায় অসংখ্য নুড়ি পাথর ছড়ানো।
তারই ওপর দিয়ে সাবধানে
পা ফেলে ফেলে উঠে চলি, জানি -
একবার পা ফসকালে অবধারিত মৃত্যু।
মৃত্যু কে অবজ্ঞা করে পথ অতিক্রম করি।
দূরত্ব কমে আসে।
অবশেষে পৌঁছাই ধূপগিরি চূড়ায়
আকাশে তখন সূর্যাস্তের রং লেগেছে,
ক্লান্ত মন শান্ত হয়ে আসে
এক অপরূপ সূর্যাস্ত দেখে।
নেমে আসি নিচে -
সহসা স্বচ্ছ কালো ওড়নায় চরাচর ব্যাপ্ত হয়ে আসে
সন্ধ্যা ঘনায়।
দিনটা হঠাৎ করেই শেষ হয়ে গেল -
পথ হারিয়ে ফেলা কোনো এক দেবকন্যার
চোখ থেকে ঝরে পড়া এক ফোঁটা জলের মতো।
