সুনেত্রা
সুনেত্রা


এখনো কি সুনেত্রা চক্ষে তোমার জল?
কিসে এতো বিভ্রান্তিক বক্ষে অতল,
চন্দ্র ভরিমায় কাঁদিছে জোনাকি দেনাপাওনা বুঝি আজো রইল বাকি!
বাঁশের পাতায় হালকা হাওয়া বয়, জানি, তখন সুনেত্রা স্থির নাহি রয়। মাটির গন্ধে অশরীর হয়ে যায়,
তবুও পথিক-তারে সুনেত্রা খুঁজে নাহি পায় নেত্রকোণে নোনাজলের রক্ত
সুনেত্রা আজো বুঝি,
জরাগ্রস্ত সেই পথিকের ভক্ত
সুনেত্রা তাই সপ্নের মোড়েই ত্যাক্ত।।