সুখের চাবি
সুখের চাবি
হঠাৎ যেদিন দেখা হবে প্রিয়,
চিনতে পারবে কি আবার, সেই চিরচেনা মুখটি কখনো।
অনুভব করতে পারবে কি, এতোদিনের অপ্রকাশিত অনুভূতি গুলো?
পারবে না আর আগের মতো, কারণ অনুভব করতেই তুমি ভুলে গিয়েছ।
ভাঙ্গা কাচের মতো আমােকে, চূর্ণ-বিচূর্ণ করে চলে গিয়েছ।
হয়তো অনেক সুখিও হয়েছ,
তবে, আমার সুখের চাবিটা কেন সঙ্গে করে নিয়ে গিয়েছ?
