আক্ষেপ
আক্ষেপ
বহুদিন হয়ে গিয়েছে স্বপ্ন দেখি না,
তোমাকে নিয়েও আগের মতো আর মেতে উঠি না।
তাই বলে ভেবনা তোমাকে ভুলে গিয়েছি,
শুধু তোমার কাছে অনুভুতিগুলো প্রকাশ করা বন্ধ করেছি।
যেদিন বলেছিলে নতুন করে স্বপ্ন দেখতে,
সেদিন থেকে স্বপ্ন দেখার সাহস হারিয়ে গিয়েছে,
সেটা না জানানোর আক্ষেপটাও মনেই, পাথর চাপা পড়ে গিয়েছে
