অতীতের পিছুটান
অতীতের পিছুটান
মনটা সত্যিই নাছোরবান্দা
অতীতের স্মৃতিগুলো,কখনও ভুলে যেতে পারেনা।
তবে মনটা যদি আকাশের মতো হতো,
অতীতের স্মৃতিগুলো হয়তো কালো মেঘ হয়ে উড়েবেড়াত।
অতীতের স্মৃতিগুলো যদি দুঃস্বপ্ন হতো,
রাত্রি শেষে মন সব ঠিকই ভুলে যেত।
তবে অতীতের স্মৃতিগুলো কালো মেঘ ও দুঃস্বপ্ন নয়,
তাইতো অতীতগুলো বেদনা হয়েই রয়।
