STORYMIRROR

Santana Saha

Abstract Tragedy Inspirational

3  

Santana Saha

Abstract Tragedy Inspirational

সৃষ্টিসুখের উল্লাসে

সৃষ্টিসুখের উল্লাসে

1 min
241

একফোঁটা শিশির দিতে পারো আমায়,রক্তের দাগ বিহীন?...

একটা রুটি দিতে পারো আমায়,

চোখের জলের ফোঁটা বিহীন?...

একটা কলম দিতে পারো,

টাকার শিকল বিহীন?...

যদি না পারো দিতে, তবে নিয়ে যাও,

চাই না তোমার ঐ মদের গন্ধ মাখা অনুদান...

একদিন ভোরে ভোরাইয়ের সুর মেখে,

শঙ্খচিলের ডানায় ভর করে, মসজিদের আজান আর মন্দিরের ঘন্টাধ্বনিকে পিছনে ফেলে রেখে,

উড়ে যাব সেই দূর আকাশে, যেখানে নেই কোন ধর্মের দূষণ,নেই কোন সীমানার কাঁটাতার...

গুঁড়িয়ে দিতে চাই আমি সেই সব জগদ্দল পাথরকে, যা চিরদিন রুদ্ধ করে রাখে প্রতিবাদী কন্ঠ...

চাইলেই সব পারা যায় না জানি...

দিনেতে সূর্যগ্ৰহণের ভয় আমারও আছে...তবু,

অ্যালকোহলের দুনিয়ায় আরেকটা নাম সংযোজন নাই বা করলাম...

কালো টাকার নিকোটিনে বুক নাই বা ভরলাম...

এক মৃতদেহের কফিনের উপর দাঁড়িয়ে,

আখের নাই বা গোছালাম...

যদি ষষ্ঠীর দিন বিসর্জন হতে চলা মেয়েটার হাতটা ধরতে পারি,

তবেই এ মন মাতবে আবার সৃষ্টিসুখের উল্লাসে...



Rate this content
Log in

Similar bengali poem from Abstract