STORYMIRROR

Manik Goswami

Drama Classics Others

3  

Manik Goswami

Drama Classics Others

সরল আবদার

সরল আবদার

1 min
124


পেরেছো কি ক্ষুধার্তকে অন্ন কণা দিতে,

দিয়েছো কি অনুদান সামগ্রী তার হাতে ?

দিয়েছো কি ভূমিহীনে একখণ্ড জমি,

মাথার ওপর ছাদ দিয়েছো কি তুমি ?

পেরেছো কি মুছে দিতে চাষীর অশ্রুকণা,

খরতাপে শুকিয়ে গেলে বিন্দু জলকণা ?

ঝড়ে যদি ভেঙে পড়ে ঘরের দেওয়াল,

পেরেছো কি ভরসা দিতে যখন আকাল।

যদি জলোচ্ছাসে ভেসে যায় নদীর দুকূল,

প্রকৃতির মূর্তি যদি না রয় অনুকূল,

বন্যাক্লিস্টের আর্তনাদ যায় যদি কানে,

পারো কি এগিয়ে দিতে নিঃশর্ত দানে ?

বেকারত্বের অভিশাপ পারো কি ঘোঁচাতে,

ভাইয়ে ভাইয়ে অন্তর্দ্বন্দ্ব পারো কি মেটাতে ?

তোমার ওপর অনেক আশা, আনবে কি সমাধানে,

ভরসা করে তোমায় মোরা বসাই উচ্চাসনে।

সমস্যাগুলো সরিয়ে দূরে খুশি আনো ঘরে ঘরে,

অসহায়ের সহায় স্বরূপ পূজিবো দেবতারে।


Rate this content
Log in

Similar bengali poem from Drama