সোশ্যাল মিডিয়ার ভিড়ে
সোশ্যাল মিডিয়ার ভিড়ে
সোস্যাল মিডিয়ায় ভিড়ে বাস্তবতার মুখ লুকিয়ে রাখে-
কান্নায় সিক্ত চোখ দুখানিও কাজলে অঙ্কিত হয়ে বাস্তবতা দেয় ঢেকে।
হাজার কষ্ট চেপে রাখা ঠোঁট দুটি কৃত্রিম রঙে রঞ্জিত হয়ে মিষ্টি হাসিতে লুকিয়ে দেয় না বলা কথা।
ছোট খুশীর পোস্ট সমাজকে পড়ায় রঙিন স্বপ্নের লুকিয়ে চাদরে বুকফাঁটা যন্ত্রণা আর ব্যথা।
সোনালী ছবির পেছনে লুকিয়ে রয়ে যায় কালো আঁধার সব দারিদ্র্যতা।
সারা শরীরের কালসিটে দাগগুলির উপর দামী বস্ত্র ও প্রসাধনের প্রলেপ অঙ্কিত করে কৃত্রিম সুখের ছবি।
কতটুকুই বা হয় প্রকাশিত, লুক্কায়িত রয়ে যায় সবই।
