সোনাতন কাকুর গ ল্প
সোনাতন কাকুর গ ল্প


সোনাতন কাকুই বলতে পারে আধা শ্যামলা
ঈষৎস্থুলাঙ্গী মেয়েটা মালিক কাফুরের বোন কিনা।
অধুনাপ্রচলিত ডিএন এ প্রথায় প্রমান করা যাবে কি তার অশ্বকে ডিহিশালের সরোবরে চুবিয়ে চুবিয়ে আত্মার সদগতি করা হয়েছিল।
প্রমান লোপাটের হেতু তার জড়োয়া থেকে খসে পড়া মতি মাহাত্ম্য মাঝে মাঝে অবৈধ স্বপ্নের ভাগীদার।
সোনাতন কাকু আমাদের আকাশ।
আট পৌরে চাঁদ থেকে বারো ভাতারী উপন্যাসের নায়িকা সংবাদ তার নখদর্পনে।
এই যে আমরা এক গেলাসে ঈর্ষা পানের পর
খেঁকি শিয়ালের গর্ত খুঁজতে থাকি তার ব্রান্ডেড নাম ধরুন ব্ল্যাক গোগোল।
এখানেও সেই সাম্রাজ্য লোভীদের নির্বিবাদী প্রেমিকার আত্মবলী দানের কাহিনি ছাড়ানো।
না সোনাতন মুদি কোন জাতিস্মর নয়।
আমরা জানি না দেবনাগরী হরফ কি ও কেন।
তার ১২ বাই ১৫ ফুটের লক্ষীমন্ত দোকানটার
কোন সহায়ক ছাড়াই রমরম গতিময়।
আর সোনাতন ভুলেও হিসাব মেলায় না
আপনি যদি বলেন দু টাকা তিন আনা হয়েছে তাই সই।
আপনি যদি বলেন কেটে যাওয়া দুধের দাম অমিনাংসিত থাকবে তাই সই।
যতক্ষন না গড়ুর পাখি গল্প দিয়ে ভজিয়ে দেবে সব জমাট তৃষ্ণা।
আমাদের মার্কামারা দারিদ্রের নাম চাতক।
আমাদের জনগনতান্ত্রিক ডানায় উদ্বেল কামধর্মধ্বনি।
এ সব জেনে বা না জেনে সোনাতন কাকা
কোনদিন হিসেবছাড়াই ক্যাশ বাক্স খোলা রেখে অশ্বচরিত মেঘের স্বপ্ন বিলোতে নিরুদ্দেশ।
কোন আয়ুধ হীন আমরা তার প্রাচ্য পাহারাদার।ò