STORYMIRROR

DR.GAUTAM MANNA

Romance Classics

4  

DR.GAUTAM MANNA

Romance Classics

সোনার তরীডাঃ গৌতম মান্না

সোনার তরীডাঃ গৌতম মান্না

1 min
242

সোনার তরী

ডাঃ গৌতম মান্না

আষাঢ় শ্রাবণ ,মাঠের মধ্যে বহুজন

আকাশটা ডাকছে মেঘেদের ঘনঘটা ।

ভাদ্র আশ্বিন শরৎ প্রাতে আকাশ ভেলা 

কুসুম রাতের অন্ধকারের পরস টা।

চাষীদের মনে জাগে স্বাদ, অবাক করা! 

রঙিন রঙিন ফুলেদের গন্ধে ,বধূ টা ।

চারিদিকে সবুজে সবুজ ক্ষেতের পরে

ক্ষেত,পড়ন্ত বিকেল বেলায় মড়ক টা ! 

ধনী হয়েছে গর্ভবতী, মনে বড়ো স্বাদ ।

চারিদিকে হাহাকার কবে হবে বেটা ?

প্রভাত প্রাতে উঠিয়া দেখিনু আঁখিতে,

প্রাণ জুড়ায়েছে,মোদের সোনার তরীটা ।

চারিদিক ঝিকিমিকি কৃষকের আশায়,

লয়ে যাবো তরী ভরা সোনার মুকুটটা। 

আজি এ ভূবনে দেখিনু কতো শত রং ! 

প্রভাতের পরে দেখিনু সোনার সোহাগ টা ।

মাঠ ভরা আছে কতো শতাংশ পরিবার

তাদের মনের আশা নিঃশব্দের ঘনঘটা।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance