STORYMIRROR

Sipra Debnath

Abstract Classics Inspirational

4  

Sipra Debnath

Abstract Classics Inspirational

সোনার ফসল

সোনার ফসল

1 min
411


🌷সোনার ফসল 🌷


আমরা সবাই চাষী

মনের আনন্দে ভাসি

দল বেঁধে মাঠে আসি

সোনার ফসল কাটি।


মনে আসে জোয়ার 

খুশী ধান কাটার  

ফসল তুলব ঘরে

বাঁধি সবাই আটি ।


আল ধরে ফিরি

মাথায় তুলে নিয়ে

পাকা ধানের বোঝা

একেক করে বাটি।


নতুন ধানের ঘ্রানে

ফুর্তি লাগে মনে 

ভরবে গোলা এবার 

সোনার ধানে সবার।


©Sipra DebnathTultul.


Rate this content
Log in