সংস্কৃতির মিলনমেলা
সংস্কৃতির মিলনমেলা


বিশ্বায়নের মিলনমেলায় রঙের আদানপ্রদান৷
দেশান্তরের সমস্ত কাঁটাতার মুছে যায় নিমেষে৷
আনন্দের উৎসবে ধর্ম বর্ণ ভেদাভেদ লোপ পায়৷
সংস্কৃতির মেলবদ্ধন সুস্হতার অঙ্গীকার করতে বদ্ধপরিকর৷
শুকিয়ে যাওয়া পাতা ঝরা সময়েরা অপেক্ষার প্রহর গোণায়৷
রাত পাহারার চৌকিদার অদৃশ্য আততায়ীদের উদ্দেশ্যে
হাঁক দেয় বারংবার, "কৌন হ্যায়? কৌন হ্যায়?"
রঙিন করতে চাওয়া বেরঙা দিগচক্রবাল
ক্ষণিকের তরে চমকে ওঠে আসন্ন দুর্দিন কল্পনা করে৷
সংস্কৃতির মিলনমেলা রঙ মাখানোর দিন৷
ভালোবাসায় পরিশোধ করা মানবতার ঋণ৷
বসন্তের দূত ডেকে ওঠে সুমিষ্ট কুহুতানে,
কালো রাতের আঁধার মাঝেও
আলোর মুখ দেখতে পাওয়ার শোনা তো যায় গান!