সনাতনের আলো
সনাতনের আলো


চিরন্তন যে পথ দেখায়,
জ্ঞান-ভক্তি-যোগে মিলায়,
সেই পথের নাম সনাতন,
ধর্ম নয়, এক চেতনা-চরণ।
বেদে জাগে বিশ্ব বাণী,
উপনিষদে গভীর জ্ঞান,
ব্রহ্মের মাঝে আত্মা খোঁজে,
শান্ত হৃদয়, চির কল্যাণ।
গীতার বাণী শোনায় শ্রীকৃষ্ণ,
কর্মপথে বাঁচো সত্য হর্ষে,
রামের শাসন, সীতার ত্যাগ,
ধর্মরথে গাঁথা যুগের ইতিহাসে।
শিবের তাণ্ডব, ধ্বংসে সৃজন,
পারের চরণে মায়ার সঞ্জন,
সার্বজনীন সেই তত্ত্বকথা,
“একম্ সদ্”— পথে হাজার কথা।
নাড়ে বটবৃক্ষ, তুলসীর পাতায়,
ভক্ত হৃদয় প্রেমে মাতায়,
সুর ও ছন্দে বাজে সংকীর্তন,
“হরে রাম”, “হরে কৃষ্ণ”, চির ধ্বনন।
কোনো দেয়াল নেই, নেই বাধা,
সবার মাঝে ঈশ্বরের সাধনা,
হিন্দু ধর্ম নয় কেবল একটি বিশ্বাস,
এ এক অনন্ত আত্মার প্রকাশ।।