সময়ের স্রোতে
সময়ের স্রোতে
সময়ের স্রোতে
মানিক চন্দ্র গোস্বামী
ফেলে এসেছি সোনার সকাল,
পেছনে রেখেছি ভোর,
হারিয়ে গেছে মিষ্টি কূজন,
সাঁঝ নেমেছে ঘোর।
স্মৃতির অতলে তলিয়ে গেছে
পাঠভবনের ছবি,
দিনের শেষে স্তিমিত হয়েছে
গগন পাড়ের রবি।
সময় দেখি প্রবাহিত আজ
বিদ্যুৎ গতিবেগে,
বিস্মরণের লুপ্ত মহিমা গুণে
বুকেতে বেদনা জাগে।
হারিয়ে গেছে সবুজ বনানী,
হারিয়েছি বাঁশ ঝাড়,
হারিয়ে গেছে সরল মানুষ,
ছিঁড়েছে বীণার তার।
ভুলে গেছি সাঁতার কাটা,
কাদামাটি মেখে স্নান,
সাঁঝের আসরে আর শুনিনা
সুমধুর পালাগান।
শোনা যায়না রাখাল ভেঁপু,
বাঁশির শব্দ ম্লান,
গোধূলি বেলায় গাভিকূলে নেই
ঘরে ফেরার টান।
প্রাচীন যুগের অতল গভীরে
প্রোথিত রয়েছে প্রাণ,
কালের হাওয়ার ভাটার স্রোতে
ক্ষুন্ন হয়েছে মান ।
