STORYMIRROR

Manik Goswami

Abstract Drama Others

3  

Manik Goswami

Abstract Drama Others

সময় গতিময়

সময় গতিময়

1 min
149


ছুটে চলেছে সময়ের গাড়ি,

বর্তমানকে অতীত করে ভবিষ্যতে পাড়ি।

গতিময় যানে আমি যাত্রী,

এগিয়ে চলেছি দিবারাত্রি।

সময়ের সাথে মেলাতে পারি না তাল,

দুয়ারেতে মহাকাল।

ইচ্ছা ছিল একটু দাঁড়িয়ে থেকে,

সবল হাতে সময়কে দেব রুখে।

বিশ্রামটুকু নিয়ে নেবো আমি ঠিক,

আমায় প্রাচীন করে সময় জানায় ধিক।

এগিয়ে চলেছে, মানবে না কোনো বাধা;

কালের চাকায় সময়ের গতি সিধা।

ভেবেছিলাম একটু আয়েস করে,

সিগারেটের কুন্ডলি পাকা সাদা ধোঁয়ার জোরে,

একটু হলেও বাঁধবো সময় কাল,

বেগ বাড়িয়ে ছুটে চলে সে আদি অনন্ত কাল।

ঘটনা বহুল পুরাকালের সময় বেগবান,

সরল পথে দ্রুতির সাথে এগিয়ে চলেছে যান।

যুগের পরিবর্তনে গতি বেড়েছে কাজে,

সময় কখন এগিয়ে গেছে সকাল হতে সাঁঝে।

সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে,

দ্রুতগতির এই জগতে রকেটও হেরে যাবে।

আকাশ পথে চলতে পারো সময়ের কাঁধে চেপে,

মাটির 'পরে পরিক্রমায় রেসের গাড়িও কাঁপে।

সময়ের গতি বাঁধন হারা,

ছুটছে কেমন পাগলপারা,

পেছনে তুমি রইবে পড়ে কেন ?

সময়ের সাথে একই তালে কালের গতি আনো।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract