STORYMIRROR

Ratnadeep Pramanik

Romance

3  

Ratnadeep Pramanik

Romance

সমুদ্র হাসি

সমুদ্র হাসি

1 min
345

হাতে হাত রেখে,

চিনে নেবো শহরতলি|

তোমার ঠিকানা তুমিই জানো,

সমুদ্রে ভেসে যাও অলিগলি!


কখনো পাথুরে ভেজা জল,

কখনো বা বরফের অভিমান!

অতল তোমায় আগলে রাখে,

নাবিকের স্পর্শে তুমি ম্রিয়মান!


রেখে দাও তরঙ্গ, উন্মাদনা -

পড়ে থাক বুকে বালুরাশি|

হৃদয়ের গভীরে বেদনার ডাক,

তোমার জন্যে থাক সমুদ্র হাসি!


Rate this content
Log in

Similar bengali poem from Romance