স্মৃতি হাতড়ে হঠাৎ দু চার কথা
স্মৃতি হাতড়ে হঠাৎ দু চার কথা

1 min

784
কবিতার নামটা ছিলো "এক বিকেলের কথা" ।
আর ছিলো সেটা শ্রীজাত বাবুর লেখা ।
এক জনকে শুনিয়েছিলাম, মুখস্থ করে ।
আজ সে পাঁচ সাল পেহেলে, দুরুদুরু বুকে ।
কোনো এক বসন্ত সন্ধ্যায়, একলা পার্কের ধারে ।
তখন পাখিরা ঘরে ফেরার গান গায়, গাছের ফাঁকে ।
সেই সন্ধ্যায়, যখন স্ট্রিট লাইট গুলো ছাড়া কেউ আমাদের দেখছিলো না,
যখন কৃষ্ণচূড়া গাছ গুলো ছাড়া কেউ আমাদের শুনছিলো না ।
যখন পার্কের বেঞ্চ গুলো আমাদের বুঝছিলো
আর আমার মগজ হৃদয়কে খুঁজছিলো ।
জানিনা কিসের আশায় অথবা কিসের নেশায় ।
শেষ দিনের ব্যথা নিয়ে ফেলে আসা কলেজ বেলা ।
বন্ধুত্বের দাবি নিয়ে মনের ঘরে বিষম খেলা ।