স্মরণীয় মুহূর্ত
স্মরণীয় মুহূর্ত

1 min

456
স্মরণীয় মুহূর্ত বাছতে বসলাম
কতকিছু উড়ে এলো হানাদার সেজে
খুলে পড়া ছাল, নির্বিঘ্ন রাতের কম্বল
সৈকত ছেড়ে আসা ভোরের প্রথম ঢেউ
উড়ে এলো সব...
উড়ে এলো দরজার জং ধরা তালা... চাবিহীন,
নেশাগ্রস্ত পালক, বারান্দায় হেলে পড়া পিঠ...
ঘাম থেকে ঝরে পড়লো বিগত রাতের ঘুম
ধীরে ধীরে দৃশ্যমান হল স্বপ্নের বিধিনিষেধগুলো--
এসবের মধ্যেই আজ বেছে রাখতে হবে মুহূর্তদের
মাথায় করে তুলতে হবে পুরনো রক্তপাত-
আসলে প্রতিদিন গভীর মুহূর্তরাই চিঠি হয়ে ওঠে
আমিও খামে ভরে অক্ষত পাঠিয়ে দিই বাতিল ঠিকানায়...