সম্ভ্রম
সম্ভ্রম


আপাতত সরিয়ে রেখেছি সম্ভ্রম
বন্ধনের বীজ ফুঁড়ে বেরিয়ে আসার সময়ে
আমার জন্য খানিক সভ্যতা এনো
শ্বেত বসনের মতো গায়ে পরে ঘুরবো
ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে
বর্ম খুলে ঝুলিয়ে রাখবো নির্জন গূহার দেওয়ালে
সম্ভ্রম হারিয়ে বেঁচে থাকার জন্য
কতটা একবগ্গা হতে হয়, জানি
নির্জন, নামহীন, অতল প্রান্তরে
আপাতত কল্পনায় রয়েছে নির্বিষ অনুভব