STORYMIRROR

Prankrishna Ghosh

Classics

3  

Prankrishna Ghosh

Classics

সম্ভ্রম

সম্ভ্রম

1 min
460

আপাতত সরিয়ে রেখেছি সম্ভ্রম

বন্ধনের বীজ ফুঁড়ে বেরিয়ে আসার সময়ে

আমার জন্য খানিক সভ্যতা এনো

শ্বেত বসনের মতো গায়ে পরে ঘুরবো


ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে

বর্ম খুলে ঝুলিয়ে রাখবো নির্জন গূহার দেওয়ালে

সম্ভ্রম হারিয়ে বেঁচে থাকার জন্য 

কতটা একবগ্গা হতে হয়, জানি 

নির্জন, নামহীন, অতল প্রান্তরে


আপাতত কল্পনায় রয়েছে নির্বিষ অনুভব 


Rate this content
Log in

Similar bengali poem from Classics