সহিষ্ণুতা
সহিষ্ণুতা
সেরে ওঠার সময় মা এর কাছে বন্ধক রাখি রাগ।
আবহমানের সম্পর্কে শীতঘুম দেখা দিলে,
ইচ্ছে করে নিজহাতে কন্ট্রোল করি পারদের ওঠানামা।
সহনশীলতায় ঘাম জমলে গতিপথ পিচ্ছিল হয়ে পড়ে।
গন্তব্যে পৌঁছনোর আগেই ফের আগুন নেমে আসে শরীরে।
আজ যে ফুল ফোটে, কাল সে ধরে রাখে মাধুর্য; সেরে উঠবো বলে।