দীর্ঘসূত্রি
দীর্ঘসূত্রি


জানালা দিয়ে খুঁজে নিই ইলশেগুঁড়ির ঘ্রাণ।
অসুস্থতা দীর্ঘসূত্রিতার কথা বললে, দুর্বলতার ঘুম তছনছ করে ;
ভেঙে ফেলতে চাই নিয়মের বেড়াজাল। প্যারাসিটামালের ডিউ কোর্স শেষ হওয়ার পরও শরীরে তীব্র উত্তাপ না নামলে,
বোধহয় সুস্থ হয়ে উঠি।
দূরের বাগানের গাছে লাল, নীল, হলুদ আর মন ভালো করা রঙের ফুল ফুটতে দেখি।
দেখতে দেখতে আমি হারিয়ে যাই সেই গহন জায়গায়, বাগানে।
ফুলেদের ফুলেদের স্নেহ দিয়ে বাড়িয়ে তুলি।