ঋতুকাল
ঋতুকাল

1 min

741
চলো, যেখানে রেখে এসেছো
সীমাহীন ক্রোধ
সেখান থেকে তুলে আনি
চাপ চাপ পরাগরেণু
পৃথিবী ঋতুমতি হওয়ার আগেই
নির্জন কাকদ্বীপে
ভাসিয়ে দিই সহস্রাধিক স্হলপদ্ম
অর্কিডের নাভিমূল থেকে
ভালোবাসা আঁকি শিশিরের ঘ্রাণে
হারানো সময় জানে
ফিরে আসতে গেলে
আগে পৌঁছতে হয়
চলো, মননে জলরঙ লেপে দিই
উজ্জ্বল হোক অন্তঃসত্তা চাঁদ
হাসনাহানার সুগন্ধে..