জ্বর
জ্বর
জ্বর না বাড়লে তেমন লিখতে পারি না আজকাল। কেমন যেন ভালোবাসা মোড়া বিকেল আসে।
ঝুপ করে সন্ধ্যা নামে।
প্যারাসিটামাল ছাড়া কিছুই ছুঁয়ে দেখা হয় না আমার।
অথচ তুমি আছো জানি, জানি ঠিক সময়ে এসে দাঁড়াবে মনখারাপ হয়ে।
জীবন কে সারিয়ে তোলার নাম ভালোবাসা কেন হয় না!
কেন নদীবক্ষের শীতলতার মতো আমার শরীর ও কুঁকড়ে যায় অনাবিল যাপনচিন্তায়।
বিছানায় শুয়ে আমি ট্রেন ঢোকার আওয়াজ গুনি। এভাবেই আজও মনখারাপ আসে?
ঝিঁঝি ডাকে এভাবেই?
আসলে বিষণ্ণতা ছাড়া আজকাল কোনোকিছুই ছুঁয়ে দেখে না আমায়।
