মোহ
মোহ
মোহ কাটিয়ে যে জড়তা উঠে আসে
স্নেহপটে এঁকে রাখে আলপনা অনাবিল
স্মৃতি তো নিথর রক্ষাকবচ মাত্র
আসলে প্রেম তো ঈশ্বরজন্মের সামিল
অনন্ত নতজানু হতে পারে, এ কেমন সুখ
এসো বিস্ময়, টিকটিকি সাজি; বাঁধি বুক
মোহ কাটিয়ে যে জড়তা উঠে আসে
স্নেহপটে এঁকে রাখে আলপনা অনাবিল
স্মৃতি তো নিথর রক্ষাকবচ মাত্র
আসলে প্রেম তো ঈশ্বরজন্মের সামিল
অনন্ত নতজানু হতে পারে, এ কেমন সুখ
এসো বিস্ময়, টিকটিকি সাজি; বাঁধি বুক