চিত্রকল্প
চিত্রকল্প


স্বাদ হারিয়ে ফেলার পর, চুপ করে বসে থাকি।
জ্বর পেরিয়ে ঘাম আসে।
পাতাবাহারের পাতায় জমে থাকা সবুজপ্রলেপ;
প্রলাপ হয়ে ওঠার আগেই,
তুমি ভরসা হয়ে ওঠো।
নবজাতকের কাছে স্নেহ- রূপ চিত্রকল্পের ন্যায় যে সন্ধ্যা নেমে আসে, বৈভব পেরিয়ে তুলসিতলার কথা বলে ; সেখানেই জমা রাখি ঘৃণার আতর, যিশুর অবয়বে।