সিংহাসন সুরক্ষিত, স্যার!
সিংহাসন সুরক্ষিত, স্যার!
নমস্কার,
আজ খেলা হবে দাবা|
বোড়ে সাজাও, পেয়াদা|
নৌকো বেঁধেছো, মাঝি?
হাতি-ঘোড়া শোকেসে?
এদিকে, রাজা-রানী প্রস্তুত?
সিংহাসন সুরক্ষিত, স্যার!
তবে আর কি -
চেলে যাও চাল;
ধরে রেখো ঢাল!
সিপাই, এগিয়ে যাও;
হোক লড়াই, থেমো না!
রক্তক্ষয় নয়,
নয় কাটাকুটি -
মগজে সাজাও কূটনীতি!
মেরোনা খিস্তি -
তবে, নির্দ্বিধায় দাও কিস্তি;
না, স্টেলমেট নয় -
পচবে না কিছুই;
সবই তো টাটকা,
অথবা টোটকা -
চেলে যাও চাল, ডাল;
অথবা, মাছের ঝাল!
সাবধানে দাও কিস্তি -
দাও; দাও না! দিলে?
জানি হেরে গেলে,
দিতে হবে ফিরিস্তি!
তবু, খেলা হোক দাবা;
রাজা-রানী প্রস্তুত তাহলে?
সিংহাসন সুরক্ষিত, স্যার!
