শূন্য
শূন্য
হেঁটে চলেছি আমি
কত সহস্র যোজন পথ,
নেই তার কোনও সীমা পরিসিমা,
জানিনা কোথায় হবে
আমার হাঁটার শেষ,
মিলবে অন্তিম ঠিকানা।
সূর্য ওঠে কালের নিয়মে,
আকাশের বুকে লাল আভা
ছড়িয়ে আবার দেয় ডুব,
চাঁদের রূপোলি আলো গায়ে মেখে
ঝড়াপাতা আর ফুলের চাদর বিছিয়ে
প্রকৃতি ধরে মোহময়ী অন্য এক রূপ।
পড়ন্ত বিকেলকে সাক্ষী রেখে
পাখিরা ফেরে আপন আপন নীড়ে,
রাতের শেষে নতুন ভোরের আগমনে
দুচোখে স্বপ্ন আসে ভীড় করে।
জীবন নদী চলতে থাকে আপন
গতিতে আঁকা বাঁকা পথ ধরে,
কখন সময়ের স্রোতের ভাটার
টানে আমার তরি বাঁধবে এসে তীরে।
শেষে হবে সমস্ত হাঁটা,
মিলবে সঠিক ঠিকানা,
জীবন নদী মিলবে এসে শান্ত মোহনায়।
জীবন খাতার সাদা পাতা
রয়ে যবে ফাঁকা, হবেনা সব পূর্ণ,
জীবন অঙ্ক বড়ই কঠিন
হিসাব মেলেনা,
সবকিছুই যেন শূন্য।
