শূন্য ইচ্ছা
শূন্য ইচ্ছা


মানুষ হয়ে ওঠা যায় না,
হাত বাড়ালেই ,
আকাশ ছোঁয়া যায় না,
ইচ্ছে সামাল দেওয়া বড় কঠিন,
অবাস্তব ইচ্ছা দমানো সহজ নয়,
ইচ্ছে হয় এই শহরকে ভালো দেখতে,
পুরোনো দিনগোনা ভালোলাগা নিয়ে বাঁচতে,
শুন্য পথকে ব্যস্ত রোজকারের দেখতে,
গতে বাঁধা জীবন নিয়ে দৌড়াদৌড়ি করতে,
ফাঁকা মাঠ ফুটবল ক্রিকেটের সঙ্গী করতে,
গঙ্গাপারের ধারে শান্ত মনে আড্ডা দিতে,
ফুটপাথ বেকার মানুষ আবার খেতে পাক,
ইচ্ছা করছে না যে আর,
এই অসুখ শহরকে জাপটে ধরেছে,
নিস্তার নেই ভালোবাসার কলকাতার,
ঘরবন্দি থেকে উড়তে চাওয়া যে অন্যায়,
ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাঁচার লড়াই যে এটা,
ইচ্ছা শব্দটা বড়ই প্রতিকূল,
নেই বাস্তব, নেই কঠোরতার দ্বন্দ্ব,
বিশ্বাস তবে ইচ্ছা বলব না,
এ শহর সুস্থ হবেই প্রাণভরা ভালোবাসায়।