উত্তালবিশ্ব
উত্তালবিশ্ব


চতুর্দিকে ছড়িয়ে পড়েছে করোনার আতঙ্ক,
মন্দির থেকে মসজিদ,শপিংমল থেকে সিনেমাহল,
সব বন্ধ সব, আতঙ্ক, এ মহামারির আতঙ্ক,
কমছে দাম মাংসের আজ,বাড়ছে দাম মাস্কের,
এদেশের মানুষ বিদেশে,বাড়ির মানুষের কাঁদছে মন,
সরকারি ,বেসরকারি চাকুরিজীবি থেকে স্কুল,কলেজ বন্ধ,
বন্ধ নয় শুধু ডাক্তারের হাত,ছুটি নয় শুধু সেনাদের,
সর্দিকাশি থেকে গলা ব্যথা,প্রথম চিন্তা ডাক্তার,
পেটের ভাত জোগাতে অক্ষম হলেও প্ৰথম চিন্তা "বাঁচতে হবে" ।
তুমি যদি বলো গুজব,আমি বলব ইতালি দেখো,
শয়ে শয়ে মানুষের কফিন বন্ধি দেহ বিছানো ম
িথ্যে নয় তবে,
গরিব মানুষরা রয়েছে আতঙ্কে,নেই সঠিক বাসস্থান,
আমরা বলি বাঁচতে হবে, নিতে হবে সচেতনতা।
জীবাণু ভর্তি হাতে ছড়াচ্ছে করোনার সূত্রপাত,
দুর্বিসহ পৃথিবীতে ঠাঁই পেয়েছ লাশের স্তূপ,
হঠাৎ করে প্রাণবিয়োগ চাইনি কেউ আমরা,
বিধাতার খেলা মহামারির রূপ কেড়েছে হাজার মানুষের মুখ,
করোনা আক্রান্তের ঠেলায় হয়েছে ধর্ম থেকে বিজ্ঞানের জয়,
ধর্মবিশ্বাসী মানুষ আজ তাকিয়ে রয়েছে বিজ্ঞানের ওষুধে,
ব্যবসায়ীদের মাথায় হাত,সব ক্ষতির চেয়ে মহৎ ক্ষতি "করোনা"
মৃত্যুযোগ আমন্ত্রণ করছে,জগতের বুক হল মৃত্যুছায়া ।।