যুদ্ধ
যুদ্ধ


সুসময় আসবে বলেই এগিয়ে যাওয়া ,
এই কামনায় ব্রত হওয়া দায় সবার,
জীবন যুদ্ধের কঠিন বাস্তবে লড়ছে দেশ,
সুসময় আসবে বলেই এই কঠিন লড়াই,
ঝামেলা-ঝঞ্ঝাটে রাস্তাঘাট অসাড়,
হাসপাতালে ভর্তি দেহ জমায়েতে ব্যস্ত সমাজ,
সব কিছুর হার মেনে জয় তো হতেই হবে,
এই ভাবনায় এত নিয়মের বাচ-বিচার,
মৃত্যুতে আমরা পাই না ভয়,
লড়তে হবে প্রাণ দিয়ে,
মহা যুদ্ধে সমুখীন দেশ ,
এগিয়ে যেতে জোটবদ্ধ হোক,
দরজার শিকল তুলে প্রতিবাদ পাক ।
মৃত্যু যুদ্ধ পার করার জীবন মরণ পরীক্ষা,
মানুষ আটকে বন্দি জীবনের ধৈর্য পরীক্ষা,
ঘরবদ্ধ সংসারে হাত পা বাঁধা বিধাতার যুদ্ধ,
কুসময়ে সামিল হওয়া বাধ্যতামূলক,
ভিড় জমায়েত এড়িয়ে পারবে লড়তে দেশ,
সুসময় তবে আসবে একদিন,
এগিয়ে যাওয়ার লক্ষ্য বেশ,
এই আশাতেই বুক বাঁধা এক কল্পনার দেশ।