শুকনো গোলাপ 🌹
শুকনো গোলাপ 🌹
#অণু কবিতা
ডায়েরির পাতার মাঝখানে রাখা ছিল শুকনো গোলাপের পাপড়ি, তখনই ইচ্ছা হল মনের গল্পটা বলি। শুকনো গোলাপে বন্দী পুরানো যতো স্মৃতি, বর্ষার আদরে যায় ভিজে , আর এলোমেলো স্বপ্নেরা তোলে মাথা , অনুভূতিরা মানে না রীতি। শহর জুড়ে প্রেমেরা ফেলে স্বস্তির নিঃশ্বাস, শরীর বেয়ে গড়িয়ে পড়ে জলের ফোঁটা, শিরায় শিরায় লাগে উষ্ণতা, শোনা যায় শুধু এক গভীর প্রশ্বাস।
মন চায় মনকে, আবার বৃষ্টি নামলো অবশেষে। হেরে গেছে প্রেম আজ ভালোবাসার কাছে। আর হেরে গেছি আমি, আসলে এ প্রেম সে প্রেম নয়। তোমার প্রেম শুধুই যেন শরীর-কেন্দ্রিক, ভালোবাসার উষ্ণতা নয়। তোমার দেওয়া শুকনো গোলাপ আজ যেন স্মৃতির অতীত।
অগোছালো বিছানা, ভেজা শাড়ির ভাঁজে আর শরীরের খাঁজেই ঘোরাফেরা করে তাই ভালোবাসারা।আর আজীবন থেকে যাওয়ার স্বপ্ন দেখে প্রেমেরা, স্মৃতির ভিড়ে হয়ে যায় মলিন। ভাঙা মন কি আর লাগানো যায় জোড়া ? প্রশ্ন যেন সাগরের ঢেউ , খুঁজতে গিয়ে ফেলি হারিয়ে, স্বপ্নের আয়না ভেঙে হয় চুরমার , জীবনের সত্য যায় সামনে দাঁড়িয়ে।
ফিরে তাকিয়ে পাই না তোমায় দেখতে, কুয়াশার চাদরে ঢাকা পড়ে অচেনা পথ , আর ঢাকা পড়ে তোমার-আমার অতীত। এই প্রেম শরীরের চাহিদা মেটানো প্রেম নয়, এই প্রেম ঢেউয়ের সঙ্গে কথা বলে আর আপন খেলায় মাতে। হঠাৎই তুমি আমির সম্পর্কে এক সহজলভ্য ইতি টানে, আর স্মৃতি রেখে যায় এক শুকনো গোলাপ।।
(কলমে--পিয়ালী মুখোপাধ্যায়)
